মালদা

মালদার নারায়নপুরে আনন্দধারা প্রকল্পের পথ সাথী হোটেল ও রেস্তোরা

Long Journey করছেন, কোথায় বিশ্রাম করবেন ভাবছেন বা ছুটির দিনে Family নিয়ে একটু দুরে গিয়ে নিরিবিলিতে খাবার খেয়ে গল্প করে সময় কাটাতে চাইছেন তাহলে পশ্চিমবঙ্গ সরকারের নবনির্মিত হোটেল পথ সাথীতে আসতে হবে। 
    পুরাতন মালদার নারায়নপুরের নীল সাদা এই হোটেলটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হোটেল, বাজার করা থেকে হোটেলে ম্যানেজারি করা সব কিছু সামলাচ্ছে মহিলারা। 
    শুধু রেস্তোরা নয় থাকার জন্য AC, Non AC রুম এর ও ব্যবস্থা রয়েছে এই হোটেলে। গ্রাম বাংলার মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় আড়ায় কোটি টাকা ব্যায় করে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এই হোটেল ও রেস্তোরা গড়ে তোলা হয়েছে। 
    মুখ্যমন্ত্রী মালদা সফরে এসে আনন্দধারা প্রকল্পের পথ সাথী রেস্তোরা ও হোটেল এর উদ্বোধন করেন।